মিয়ানমারের রাখাইনে বিস্ফোরণ, টেকনাফের ২৫ বাড়িতে ফাটল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৫২ পিএম, ১৬ অক্টোবর ২০২৪ বুধবার | আপডেট: ০৮:৫৫ পিএম, ১৬ অক্টোবর ২০২৪ বুধবার
মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে মর্টার শেলের বিস্ফোরণের কারণে ফাটল ধরেছে টেকনাফের সীমান্তবর্তী গ্রামের বেশকিছু ঘরবাড়িতে।
মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে সরকারি বাহিনীর সঙ্গে দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) লড়াই আরও তীব্র হয়েছে। তিন দিন ধরে মর্টার শেলের গোলাবর্ষণের পাশাপাশি যুদ্ধবিমান থেকেও বোমা ফেলা হচ্ছে। সীমান্তের ওপারে একটানা প্রচণ্ড বিস্ফোরণের ধাক্কায় টেকনাফের বেশ কয়েকটি ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে। দেয়ালধসের আশঙ্কায় সেসব বাড়ির বাসিন্দারা প্রতিবেশী ও স্বজনদের বাড়িতে গিয়ে থাকছেন। কেউ রাত কাটাচ্ছেন খোলা আকাশের নিচে।
মঙ্গলবার রাতের বিকট বিস্ফোরণের কাঁপুনিতে আছারবুনিয়া গ্রামের ২৫টি মাটির দেয়ালের বাড়িতে ফাটল দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বর্ত মানে সীমান্তের গ্রামগুলোর বাসিন্দারা নির্ঘুম রাত কাটাচ্ছেন। রাত হলে আতঙ্ক দ্বিগুণ বেড়ে যায় বলেও জানিয়েছেন স্থানীয়রা।
অনুপ্রবেশ ঠেকাতে নাফনদী ও সীমান্তে বিজিবি ও কোস্টগার্ড সতর্ক আছে।
ইউএনও বলেন, বসতবাড়ি ক্ষতিগ্রস্তের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত লোকজনকে সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে।