ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:১০ এএম, ১৮ অক্টোবর ২০২৪ শুক্রবার
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪৩ মিনিটে এই ভূমিকস্প অনুভূত হয়।
ভূমিকম্প পর্যবেক্ষণ ওয়েবসাইট ভলকানো ডিসকভারি এ তথ্য নিশ্চিত করে জানায়, এর উৎপত্তিস্থল ছিল ঢাকার ৪১ কিলোমিটার দক্ষিণে এবং গভীরতা ছিল ১০ কিলোমিটার।
এ ভূকম্পন ঢাকা, মাদারীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, চাঁদপুর, ফরিদপুর, লক্ষ্মীপুর, গাজীপুর, গোপালগঞ্জ, নড়াইল, ভোলা, কুমিল্লা, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, পিরোজপুর, যশোর, খুলনা, কিশোরগঞ্জ ও সিরাজগঞ্জ জেলাতেও অনুভূত হয়েছে।
ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১, যা সাধারণত হালকা কম্পন হিসেবে বিবেচিত হয়।
এর আগে ৬ সেপ্টেম্বর রাতে রংপুর ও আশপাশের এলাকাগুলোতে মৃদু ভূকম্পন হয়েছিল, যা কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।