ঢাকা, শুক্রবার   ১৮ অক্টোবর ২০২৪,   কার্তিক ৩ ১৪৩১

সাকিবকে ফেরানোর দাবিতে বিক্ষোভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:০৫ পিএম, ১৮ অক্টোবর ২০২৪ শুক্রবার

সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানো ও দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলতে দেয়ার দাবিতে আন্দোলনে নেমেছেন তার ভক্ত-সমর্থকরা। একই সঙ্গে তারা চার দফা দাবি তুলে ধরে তা ২৪ ঘন্টার মধ্যে বাস্তবায়নের দাবিও জানান, অন্যথায় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন।

আজ শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর ৩টার দিকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জড়ো হতে থাকেন সাকিব ভক্তরা। এ সময় সাকিব–সাকিব স্লোগানে মুখরিত হয়ে উঠে মিরপুরের শেরেবাংলার গেট। 

তাদের দাবি, সাকিবের ইচ্ছা অনুযায়ী মিরপুরে তাকে শেষ টেস্ট খেলতে দেয়া হোক। এই দাবিতে তারা বিসিবির কাছে একটি স্মারকলিপিও দেয়ার কথা জানায়। তবে শুক্রবার ছুটির দিনে বিসিবিতে কেউ না থাকায় তারা গণমাধ্যমের সামনে ৪টি দাবি জানায়। 

দাবিগুলো হলো-

১. অতিসত্বর সাকিবকে বাংলাদেশের আসার সু-ব্যবস্থা এবং মিরপুরে তার শেষ ম্যাচ খেলার সুযোগ করে দিতে হবে।

২. দেশে আগমন, দেশত্যাগ এবং বাংলাদেশে অবস্থানকালীন সময়ে তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 

৩. বিসিবি থেকে সাকিবকে সম্মানের সহিত বিদায়ের সু-ব্যবস্থা করতে হবে।  

৪. স্টেডিয়াম প্রাঙ্গণে বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেটারদের নিয়ে যেন অশালীন কোনো কার্যকলাপ না হয়, যাতে দেশ ও বোর্ডের সম্মান নষ্ট না হয় তা নিশ্চিত করতে হবে। সে বিষয়ে স্টেডিয়ামের পুরো এরিয়াতে আইনশৃঙ্খলা জোরদার করতে হবে। 

এসএস//