ঢাকা, শনিবার   ১৯ অক্টোবর ২০২৪,   কার্তিক ৩ ১৪৩১

হামাস নেতা সিনওয়ারকে হত্যা, খুশি বাইডেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ১৮ অক্টোবর ২০২৪ শুক্রবার

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার ঘোষণায় ইসরায়েলকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এই হত্যাকাণ্ডকে ইসরায়েলের জন্য ‘স্বস্তিদায়ক’ বলে উল্লেখ করেছেন। একইসঙ্গে সিনওয়ারের হত্যাকাণ্ডকে চলমান গাজা যুদ্ধের অবসানের দিকে একটি পদক্ষেপ হিসেবেও অভিহিত করেছেন তিনি। 

আজ শুক্রবার (১৮ অক্টোবর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। 

অবশ্য সিনওয়ারকে হত্যার বিষয়ে ইসরায়েলের এই দাবি এখনও নিশ্চিত করেনি হামাস। তবে বাইডেন গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আরও বলেন, সিনওয়ারের দাবিকৃত এই হত্যাকাণ্ড চলমান সংঘর্ষের ‘রাজনৈতিক নিষ্পত্তির’ একটি সুযোগ সামনে এনেছে।

গত বুধবার গাজার রাফায় ইসরায়েলি বাহিনীর হামলায় হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হন। তবে দখলদার ইসরায়েলি সেনারা জানত না তারা সিনওয়ারকে হত্যা করেছে। পরে গতকাল বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হয়ে ইসরায়েলি হামলায় হামাস প্রধানকে হত্যার দাবি করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ।

ইসরায়েলি কর্মকর্তারা সিনওয়ারকে হত্যা এবং পরিচয় নিশ্চিত করার বিষয়ে ঘোষণা করার পরে প্রেসিডেন্ট বাইডেন এক বিবৃতিতে বলেন, ‘এটি ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং বিশ্বের জন্য একটি ভালো দিন। আজ আবারও প্রমাণিত হয়েছে, বিশ্বের কোথাও কোনো সন্ত্রাসী বিচার থেকে পালাতে পারবে না, তা যতই সময় লাগুক না কেন।’

এসএস//