ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ভারতে অনুপ্রবেশের সময় পাঁচবিবি সীমান্তে স্বামী-স্ত্রী আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৭ এএম, ২০ অক্টোবর ২০২৪ রবিবার

জয়পুরহাটের পাঁচবিবির কয়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় স্বামী-স্ত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শনিবার সকাল ১১ টার দিকে কয়া সীমান্তের ২৮১/৪৯ নম্বর পিলার কাছ থেকে তাদের দুজনকে আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন, শরীফ আহাম্মেদ (২৮) ও তার স্ত্রী লাভলী খাতুন (২০)। তারা দিনাজপুরের বিরল উপজেলা সদরের বাসিন্দা বলে বিজিবি জানিয়েছে।

বিজিবির কয়া ক্যাম্প সূত্রে জানা গেছে, শনিবার বিজিবি সদস্যরা কয়া সীমান্ত এলাকা টহল দিচ্ছিল। তারা সকাল ১১ টায় দিকে সীমান্তের ২৮১/৪৯ নম্বর পিলার অদূরে দুই জন নারী-পুরুষকে দেখতে পেয়ে আটক করেন।

আটক ব্যক্তিরা নিজের স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দেন। তাদের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলা সদর। তারা আট মাস আগে বিয়ে করেছেন। শরীফ আহাম্মেদের মামা বাড়ি ভারতে। মামাকে তার নতুন বউ দেখাতে দালালের মাধ্যমে ভারতে যাওয়ার চুক্তি করেছিলেন। দালালের কথামতো তারা ভারতে যেতে সীমান্তে এসেছিলেন বলে তারা স্বীকার করেছেন।

বিজিবির কয়া বিওপির কোম্পানি কমাণ্ডার নাঈমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে।