ভোলায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ১
ভোলা প্রতিনিধি
প্রকাশিত : ০২:৪২ পিএম, ২০ অক্টোবর ২০২৪ রবিবার
ভোলা সদর থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ গোলাম হায়দার শোভন (৪০) নামে একজনকে আটক করা হয়েছে।
রোববার ভোররাতে উপজেলার খায়েরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ সময় উদ্ধার করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র, ৯ টি দেশীয় অস্ত্র, ভুয়া সিআইডি পুলিশের আইডি কার্ড ও পাসপোর্ট।
কোস্টগার্ড জানিয়েছে, বেশকিছুদিন ধরে ভোলা জেলার তুলাতলি ও ইলিশা এলাকার মেঘনা নদীতে এবং তৎসংলগ্ন চরে গোলাম হায়দার শোভনের নেতৃত্বে একটি কুখ্যাত ডাকাত দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিলো।
ভুক্তভোগী স্থানীয় জনসাধারণ কোস্ট গার্ডের সাহায্য চাইলে কোস্ট গার্ড উক্ত এলাকাসমূহে তৎপরতা বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার ২০ অক্টোবর কোস্ট গার্ড ও পুলিশের সমন্বয়ে ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন খায়েরহাট বাজার সংলগ্ন এলকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অস্ত্রসহ গোলাম হায়দার শোভন কে আটক করা হয়।