ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

জম্মু ও কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলা, নিহত ৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৪ এএম, ২১ অক্টোবর ২০২৪ সোমবার

ভারতের জম্মু ও কাশ্মীরে নতুন সরকার গঠন হয়েছে মাত্র কয়েকদিন আগে। এর মধ্যেই গান্দেরবাল জেলায় সন্ত্রাসী হামলায় ছয় নির্মাণ শ্রমিক ও এক চিকিৎসক নিহত হয়েছেন।

রোববার (২০ অক্টোবর) রাতে সন্ত্রাসীরা একটি বেসরকারি কোম্পানির ক্যাম্প হাউজিং কর্মীদের উপর গুলি চালায়। গুন্ড এলাকায় একটি নির্মাণাধীন টানেলে কাজ করছিল তারা। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

হামলার পর এলাকাটি সেনাবাহিনী ও পুলিশ ঘিরে রেখেছে। সন্ত্রাসীদের খুঁজে বের করার জন্য অভিযান চলছে।

জম্মু ও কাশ্মীরের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এটিকে ‘অস্থানীয় শ্রমিকদের উপর নৃশংস এবং কাপুরুষোচিত আক্রমণ’ বলে অভিহিত করেছেন।

আবদুল্লাহ বলেন, ‘এই লোকেরা এলাকার একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে কাজ করছিলেন। নিরস্ত্র নিরীহ মানুষের ওপর এই জঙ্গি হামলার তীব্র নিন্দা জানাই এবং যারা প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই।’