ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

উপসংহারহীন অনন্তকাল সংস্কার হলে প্রশ্ন দেখা দিতে পারে: রিজভী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৪৯ পিএম, ২১ অক্টোবর ২০২৪ সোমবার | আপডেট: ০২:৫০ পিএম, ২১ অক্টোবর ২০২৪ সোমবার

দেশে সংস্কার প্রয়োজন, তবে তার উপসংহার থাকতে হবে। এটা যদি উপসংহারহীন অনন্তকাল সংস্কার হয় তাহলে প্রশ্ন দেখা দিতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। 

আজ সোমবার দুপুরে সাভারে বৈষম্যবিরোধী আন্দালনে গত ১৮ জুলাই নিহত শাইখ আসহাবুল ইয়ামিনের ব্যাংকটাউনের বাসায় পরিবারের সাথে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।

অর্ন্তবর্তীকারীন সরকারের উদ্দেশ্যে রিজভী আহমেদ বলেন, আপনাদের প্রধান কমিটমেন্ট হচ্ছে প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আনা। আর তা করতে হলে দ্রুত নির্বাচন দিতে হবে। যা থেকে দীর্ঘ ১৫ বছর এ দেশের জনগণ বঞ্চিত রয়েছে। এর ব্যতয় হলে আন্দালনে যে বহু মানুষের আত্মত্যাগ তা বিফলে যেতে পারে বলে শঙ্কা করেন তিনি।

বাজার ব্যবস্থায় সিন্ডিকেট, অবৈধ অস্ত্র উদ্ধারে ধীরগতি, চট্রগাম বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীদের অব্যাহত হামলা ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ড চলমান থাকার সমালোচনাও করেন তিনি। 

বিএনপি’র পক্ষ থেকে বর্তমান সরকারের কাছে এ সকল কিছুর দ্রুত সমাধানও চান রিজভী আহমেদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সাভারের সাবেক এমপি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা বিএনপি’র সভাপতি আবু আশফাকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিহত ইয়ামিনের বাবা বলেন, ‘আমার ছেলের সাথে যদি অন্যায় হয়ে থাকে তাহলে তা রাষ্ট্রই ব্যবস্থা নেবে। অভিমানের সাথে বলেন. আমি কোন মামলা বা বিচারের জন্য যাব না।’

উল্লেখ্য, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দালনে পুলিশ ও আওয়ামী লীগের গুলিতে সাভার বাজার বাসষ্ট্যান্ড এলাকায় গুলিবিদ্ধ হয় শাইখ আসহাবুল ইয়ামিন। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে নিয়ে পুলিশ নির্মমভাবে টানাহেচড়া ও পুলিশভ্যানের উপর থেকে ফেলে দেওয়ার ভিডিও ভাইরাল হলে আন্দালন আরও বেগবান হয়। 

পরে ইয়ামিনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইয়ামিনের মামা বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এএইচ