ঢাকা, মঙ্গলবার   ২২ অক্টোবর ২০২৪,   কার্তিক ৭ ১৪৩১

আশুলিয়ায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৩ এএম, ২২ অক্টোবর ২০২৪ মঙ্গলবার | আপডেট: ১১:০৫ এএম, ২২ অক্টোবর ২০২৪ মঙ্গলবার

আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানা শ্রমিকেরা বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল হতেই জেনারেশন নেক্সট নামের পোশাক কারখানার শ্রমিকরা বাইপাইল গোলচত্ত্বর এলাকার নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ চলমান রাখে।  
শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে রেখেছে শ্রমিকরা।

এতে সকাল থেকেই নবীগর-চন্দ্রা ও বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কে প্রায় ১৫ কি.মি দীর্ঘ যানযট সৃষ্টি হয়েছে। দুর্যোগ পোহাতে হচ্ছে মহাসড়ক ব্যবহারকারীদের। দীর্ঘ সময়ের যানজটের কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

শ্রমিকরা জানান, কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন না দিয়ে কারখানা বন্ধ করে দেয়। পরে বিজিএমইএ, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন মাধ্যমে শ্রমিকদের বেতন পরিশোধের জন্য ১৭ বার সময় নেয়া হয়। কিন্তু ১৭ বার সময় নিয়েও বেতন পরিশোধ করা হয়নি। ফলে বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন তারা।

বেতন না পাওয়া পর্যন্ত অবরোধ চলমান থাকবে বলেও জানান শ্রমিকেরা। 

এএইচ