ঢাকা, বুধবার   ২৩ অক্টোবর ২০২৪,   কার্তিক ৭ ১৪৩১

সাগরে নিম্নচাপ, উপকূলে গুমোট অবস্থা

কুয়াকাটা-কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৫০ পিএম, ২২ অক্টোবর ২০২৪ মঙ্গলবার

পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামানসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ দুপুরে পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিলো।

নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রুপ নেয়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। এর প্রভাবে উপকূলীয় এলাকায় গুমোট পরিবেশ বিরাজ করছে। 

প্রচণ্ড খড়তাপ ও ভ্যাপসা গরমে দিশেহারা হয়ে পড়েছে উপকূলের মানুষ।

এদিকে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকায় পায়রাসহ দেশের সকল সমুদ্র বন্দরে ০১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

সকল মাছধরা ট্রলারসমূহকে নিরাপদে থাকতে বলা হয়েছে। ইতিমধ্যে সাগর থেকে উঠতে শুরু করেছে মাছধরার ট্রলারগুলো।

এএইচ