ঢাকা, মঙ্গলবার   ২২ অক্টোবর ২০২৪,   কার্তিক ৭ ১৪৩১

তেল আবিবে জরুরি অবস্থা জারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৩১ পিএম, ২২ অক্টোবর ২০২৪ মঙ্গলবার

ইসরায়েলের রাজধানী তেল আবিবে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এর পরপরই জরুরি অবস্থা জারি করেছে ইসরালি কর্তৃপক্ষ। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, আজ মঙ্গলবার তেল আবিবের নিরিট এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এ সময় সেখানে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ক্ষেপণাস্ত্র হামলার পরপরই হিজবুল্লাহ জানায়, তেল আবিবের শহরতলির সামরিক গোয়েন্দা ইউনিট ৮২০০-এর গ্লিলট ঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী এ হামলার সত্যতা স্বীকার করে বলেছে, ‘হিজবুল্লাহর হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়নি।’

লেবাননের হাসবাইয়া এলাকা থেকে আলজাজিরার সাংবাদিক ইমরান খান জানান, তার পেছনের ব্রিজ লাইন থেকে ইসরায়েলের তেল আবিব ও হাইফাতে রকেটের একটি ব্যারেজ ছোড়া হয়েছে। এই প্রথম হিজবুল্লাহ মাঝারি পাল্লার রকেট ব্যবহার করল। হিজবুল্লাহর হামলার পরপরই তেল আবিবে সাইরেন বেজে উঠে এবং ইসরায়েলি সামরিক বাহিনী জরুরি অবস্থা ঘোষণা করে।

ইমরান খান বলেন, ‘হাইফা ও তেল আবিবের দিকে প্রায় ১২টি মাঝারি পাল্লার রকেট ছোড়া হয়েছে। এর মধ্য দিয়ে ইসরায়েলে হিজবুল্লাহর হামলার সক্ষমতা আরেকবার প্রমাণিত হলো।’

বার্তা সংস্থা এএফপি বলছে, গতকাল সোমবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হারিরি হাসপাতালের পাশে ইসরায়েলি বাহিনীর হামলায় ৪ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। নিহত চারজনের মধ্যে একজন শিশুও রয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈরুতের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র হারিরি হাসপাতাল। এখানে ইসরায়েলি হামলায় উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তবে হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়নি।