ঢাকা, মঙ্গলবার   ২২ অক্টোবর ২০২৪,   কার্তিক ৭ ১৪৩১

সেন্টমার্টিন ভ্রমণে নতুন নির্দেশনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:২১ পিএম, ২২ অক্টোবর ২০২৪ মঙ্গলবার

সেন্টমার্টিন ভ্রমণ সীমিত করে নতুন নির্দেশনার কথা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী নভেম্বর মাসে সেন্টমার্টিনে ভ্রমণ করা গেলেও রাত্রিযাপন করতে পারবেন না পর্যটকরা।

শুধুমাত্র ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাত্রিযাপন করতে পারবেন পর্যটকরা। সেক্ষেত্রে মাত্র দুই হাজার জন রাত্রিযাপনের সুযোগ পাবেন।

আর ফেব্রুয়ারি মাসে এই প্রবাল দ্বীপে পর্যটন পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি সরকারের নতুন এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।

এর আগে সেন্টমার্টিন দ্বীপে পর্যটক সীমিত ও রাতযাপন নিষিদ্ধ না করে বরং ব্যবস্থাপনার সক্ষমতা ও পরিবেশ রক্ষার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে দ্বীপটির জীববৈচিত্র্য রক্ষার দাবি জানিয়েছিল দ্বীপবাসী ও পর্যটন সংশ্লিষ্ট বেসরকারি খাতের অংশীজনরা।