ঢাকা, বুধবার   ২৩ অক্টোবর ২০২৪,   কার্তিক ৮ ১৪৩১

পরকীয়ার জেরে স্বামী হত্যা, প্রেমিকসহ স্ত্রী গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১৭ এএম, ২৩ অক্টোবর ২০২৪ বুধবার

সিরাজগঞ্জের শাহজাদপুর থানার বড় বাসুরিয়ায় পরকীয়া প্রেমের জের ধরে স্বামী হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে গ্রেফতার করেছে র‍্যাব। 

মঙ্গলবার দুপুরে পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি প্রেমিককে ঢাকার আশুলিয়া থানার কাঠগড়া এলাকা ও সিরাজগঞ্জের শাহজাদপুর থানাধীন পাঠানপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিহতের স্ত্রীকে গ্রেফতার করা হয়।

এরা হলেন থানার বড় চাঁদ তারা গ্রামের মৃত রজব আলীর ছেলে মোঃ রেজাউল করিম (৫৫) এবং বড় বাসুরিয়া গ্রামের মৃত আমিরুল ইসলাম দুদুর স্ত্রী মরিয়ম খাতুন টুলটুলি।

আটককৃতদের আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

র‍্যাব-১২ এর অধিনায়ক মোঃ কামরুজ্জামান জানান, ভিকটিম আমিরুল ইসলাম দুদুর সাথে আসামি বড় বাশুরিয়া গ্রামের মরিয়ম খাতুন টুলটুলির প্রেমের সম্পর্কের এক পর্যায়ে তাদের বিয়ে হয়। তবে টুলটুলি বিয়ের পরেও অনেকের সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন করতেন। এ কর্মকাণ্ড পরিহারের জন্য বাধা দিলে সে তার স্বামীকেও মারধর করতো। 

এসব বিষয় নিয়ে গত ২০১০ সালের ৮ জুলাই রাতে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ও ঝগড়া হয়। পরদিন ৯ জুলাই সকালে বাড়ির পাশের একটি জমি থেকে দুদুর গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এই ঘটনায় নিহতের বড় ভাই আবু তালেব তারা বাদী হয়ে ৫ জন সহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

এরপর ২৯২৪ সালের গত ২৯ সেপ্টেম্বর সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ টুলটুলি এবং রেজাউলসহ ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্র্রদান করেন। 

এএইচ