বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের মানববন্ধন
সাভার প্রতিনিধি
প্রকাশিত : ০১:০৩ পিএম, ২৩ অক্টোবর ২০২৪ বুধবার
সাভারে শ্রমিকদের বকেয়া বেতনভাতা পরিশোধ না করে কারখানা বন্ধ করে পালিয়েছে একটি তৈরি পোশাক কারখানার মালিক। এ ঘটনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে শ্রমিকরা।
বুধবার সকালে সাভার উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন শ্রমিকরা। এতে ওই কারখানার অর্ধশতাধিক শ্রমিক অংশগ্রহণ করেন।
মানববন্ধন কর্মসূচি থেকে শ্রমিকরা জানান, প্রায় অর্ধশতাধিক শ্রমিক র্দীঘদিন ধরে ডগরমোড়া এলাকায় ইউনিট ফ্যাশন ওয়্যার লিমিটেড কারখানায় চাকরি করে আসছিলেন। পরে সম্প্রতি কারখানার শ্রমিকদের চার মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধ না করে কারাখানাটি বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ পালিয়ে যায়। এঘটনায় চার মাসের বেতন না পেয়ে অসহায় শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন।
আজ কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতনের দাবিতে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
এএইচ