৬টি মসজিদ থাকার পরও সরকারি জমিতে নামাজের অনুমতি, ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৩:১৮ পিএম, ২৩ অক্টোবর ২০২৪ বুধবার | আপডেট: ০৩:৪৯ পিএম, ২৩ অক্টোবর ২০২৪ বুধবার
জেলাপ্রশাসকের মসজিদ আছে দুটি। এছাড়া আরো চারটি মসজিদ আছে। মসজিদগুলো একই এলাকায়। অভিযোগ উঠেছে, তারপরও সরকারি পতিত জমিতে নামাজ পড়ার অনুমতি দিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। নাম দেওয়া হয়েছে ‘নাসিম ওসমান মসজিদ’। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
মসজিদটির অবস্থান নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম চাঁনমারী এলাকায়। পতিত জমিতে গড়ে তোলা এই মসজিদটির নাম নাসিম ওসমান জামে মসজিদ।
এলাকাবাসীর পক্ষে নাহিদ নামের একজন ভূমি মন্ত্রণালয়ে লিখিত অভিযোগও করেছেন। অভিযোগে বলা হয়, ‘চাঁনমারী ট্যাক্সি স্ট্যান্ডে পূর্বেই মহাসড়কের জায়গা দখল করে জোরপূর্বক নির্মিত নাসিম উসমান মসজিদটিকে বর্তমান সরকার ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়েছে। কিন্তু জেলা প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। ট্যাক্সি স্ট্যান্ডের পাশেই নাসিম ওসমান মসজিদের পাশেই একটি মডেল মসজিদ নির্মাণ হচ্ছে।’
ভূম মন্ত্রণালয়ে দেওয়া অভিযোগে আরো বলা হয়, ‘নাসিম ওসমানের ভাই সেলিম ওসমানের লোকজন মসজিদটি নির্মাণে বাধাদানকারী নিরীহ লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ ও নির্যাতন করছে যার ভিডিও ফুটেজও রয়েছে।’
উদ্ভূত পরিস্থিতিতে ভূমি মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারী নাহিদ ইসলাম।