ঢাকা, বৃহস্পতিবার   ২৪ অক্টোবর ২০২৪,   কার্তিক ৯ ১৪৩১

সচিবালয়ে বিক্ষোভ

মুচলেকায় মুক্তি ২৮ শিক্ষার্থীর, মামলা ৬০ জনের বিরুদ্ধে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:০১ পিএম, ২৪ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার | আপডেট: ০১:১৪ পিএম, ২৪ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার

চলতি বছর এইচএসসি পরীক্ষার ফল পুনরায় প্রকাশ এবং সংশোধনের দাবিতে বুধবার সচিবালয়ে প্রবেশ করে বিক্ষোভ করে একদল শিক্ষার্থী। এ ঘটনায় আটকের মধ্যে ১৫ নারী শিক্ষার্থীসহ ২৮ জনকে মুচলেকায় ছেড়ে দেয়া হয়েছে। এছাড়া ৬০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শাহবাগ থানায় তাদের নামে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর সমকালকে বলেন, পুলিশের কাজে বাধা ও ভাঙচুর অভিযোগে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয়ে ৬০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

বুধবার (২৩ অক্টোবর) বেলা ২টা ৫০ মিনিটে পুলিশের বাধা উপেক্ষা করে সচিবালয়ে প্রবেশ করে তারা।  এ সময় শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; উই ওয়ান্ট জাস্টিস; মুগ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; তুমি কে আমি কে ছাত্র-ছাত্র; আপস না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম’ ইত্যাদি স্লোগান দেন। 

আন্দোলরত শিক্ষার্থীদের স্লোগান বন্ধ করে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানান সচিবালয়ে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথমে তাদের সরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু তারা সরে না যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দেন। এসময় তাদের লাঠিপেটাও করা হয়। 

পুলিশ এবং সেনাবাহিনী সদস্যদের তাড়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে যান শিক্ষার্থীরা। এর মধ্যে সচিবালয়ের ভেতরে আটকা পড়েন বেশকিছু শিক্ষার্থী। তাদেরকে আটক করে পুলিশের প্রিজন ভ্যানে তোলা হয়। 

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের কেউ কেউ বলছেন, সাবজেক্ট ম্যাপিংয়ে ভুল করায় তাদের ফল খারাপ হয়েছে। কারো দাবি খাতা হারিয়ে ফেলায় বা পুড়ে যাওয়ায় তাদের ফল খারাপ হয়েছে। এ পরিস্থিতিতে কেউ কেউ সব বিষয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রকাশের দাবি জানাচ্ছেন। কারো কারো দাবি বৈষম্যহীন ফল। 

শিক্ষার্থীদের অভিযোগ, তারা সাবজেক্ট ম্যাপিংয়ের নানা অসঙ্গতি দেখছেন। সিলেট বোর্ডের শিক্ষার্থীরা বেশিরভাগ বিষয়ে সাবজেক্ট ম্যাপিং পেলেও অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা বৈষম্যমূলক ফল পেয়েছেন।

শিক্ষার্থীরা আরও বলেন, আমরা সমতার ভিত্তিতে ফলাফল চাই। বোর্ড থেকে কাউকে ভালো ফলাফল দেওয়া হয়েছে আর কাউকে খারাপ। অথচ আমরা ভালো লিখেছি। আমরা চাই দ্রুত সময়ে এই ফলাফল বাতিল করে বঞ্চিতদের পুনরায় মূল্যায়ন করা হোক।

এএইচ