ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

গুমের কো-অর্ডিনেট করতেন জিয়াউল-হারুন, মাস্টারমাইন্ড বেনজীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:০৬ পিএম, ২৪ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার | আপডেট: ০২:১২ পিএম, ২৪ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার

শেখ হাসিনার বিরুদ্ধচারীদের গুম করতে ডিবি, র‌্যাব এবং ডিজিএফআইয়ে আলাদা টিমই গঠন করা হয়েছিল। গত ১৫ বছরে দেশে গুমের যেসব ঘটনা ঘটেছে তার কো-অর্ডিনেট করতেন সাবেক র‌্যাব কর্মকর্তা জিয়াউল আহসান ও ডিবিপ্রধান হারুন অর রশীদ। আর এসব গুমের মাস্টারমাইন্ড হিসেবে নাম বেরিয়ে আসছে সাবেক আইজিপি বেনজীর আহমেদের।

শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে দেশে ছয় শতাধিক মানুষ গুমের শিকার হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি গুমের ঘটনা ঘটিয়েছে র‌্যাব-১।

বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থার কারা কারা গুমের সঙ্গে জড়িত ছিলেন তাদের খুঁজে বের করতে কাজ করছে গুমসংক্রান্ত ‘কমিশন অব ইনকোয়ারি’। এরই মধ্যে ওই কমিশন অনেকের নাম জানতে পেরেছে।

জানা গেছে, শেখ হাসিনার আস্থাভাজন হওয়ায় বেনজীর আহমেদের মাধ্যমে বেশির ভাগ গুমের ঘটনা ঘটানো হয়েছে। আর জিয়াউল আহসান সেনাবাহিনীর কর্মকর্তা হওয়ায় ডিজিএফআই, র‌্যাবের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করতেন।

 বেনজীর আহমেদ তিনটি গুরুত্বপূর্ণ পদে থাকার সময় সবচেয়ে বেশি গুমের ঘটনা ঘটেছে। যাকে গুম করতে হবে ওই ব্যক্তির নাম চলে আসত বেনজীর আহমেদের কাছে। পরে তিনি জিয়াউল আহসানসহ অন্য কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি আলোচনা করে একটি টিম দিয়ে টার্গেট ব্যক্তিকে উঠিয়ে আনতেন।

সূত্র জানায়, গুমের জন্য ডিবি, র‍্যাব-১, র‍্যাব-২-তে আলাদা টিম করা হয়েছিল। ওই টিমগুলোর সদস্যরা ছিলেন যথেষ্ট দক্ষ। সেখানে একজন অফিসারের নেতৃত্বে সাত-আটজন সদস্য দায়িত্ব পালন করতেন। সব মিলিয়ে সারা দেশে দুই শর মতো অফিসার ও সদস্য গুমসংক্রান্ত ঘটনায় দায়িত্ব পালন করতেন। তাঁদের জন্য আলাদা সম্মানীর ব্যবস্থা ছিল।

ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদ লালবাগ জোনের ডিসি থাকার সময় গুমের সঙ্গে জড়িত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বার্তা যেত বেনজীর আহমেদের কাছে। পরে বেনজীরের নেতৃত্বে গুমের ঘটনা বাস্তবায়ন করতেন র‌্যাব, ডিবি ও ডিজিএফআইয়ের কর্মকর্তারা।

সাবেক আইজিপি বেনজির এখন সপরিবারে অস্ট্রেলিয়া থাকেন। সম্প্রতি তাকে একটি রেস্টুরেন্টে আড্ডা মারতে দেখা গেছে।  

একটি অসমর্থিত সূত্র অনুযায়ী, ডিবি হারুনও পালিয়ে যুক্তরাষ্ট্রে চলে গেছেন। তবে আরেক মাস্টারমাইন্ড সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান শেখ হাসিনা সরকারের পতনের গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

এএইচ