ঢাকা, বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪,   কার্তিক ১৫ ১৪৩১

নাটোরে তাবলীগের জুবায়ের-সাদ গ্রুপে সংঘর্ষ, আহত ৩০

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৪৬ পিএম, ২৪ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার

নাটোরে মারকাজ মসজিদের দখল নেওয়াকে কেন্দ্র করে তাবলীগ জামাতের জুবায়ের ও সাদ গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) শহরতলীর তেবাড়িয় মারকাজ মসজিদ এলাকায় বেলা সাড়ে ১২টার দিকে এই সংঘর্ষ শুরু হয়ে দুপুর দুটা পর্যন্ত চলে। 

ঘটনায় ঢাকা-রাজশাহী মহাসড়ক ঘন্টাখানেকের মতো বন্ধ থাকে। 

খবর পেয়ে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষকে নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকার পতনের পর থেকে তেবাড়িয়া মারকাজ মসজিদের দখল নেয় তাবলীগ জামাতের জুবায়েরপন্থীরা। পরে সেখানে একটি কওমী মাদ্রাসা প্রতিষ্ঠা করে এবং সেখানে কিছু ছাত্র অবস্থান নেয়। এ নিয়ে মতবিরোধ শুরু হয়। জেলা প্রশাসক না থাকায় বিষয়টি নিষ্পত্তি সম্ভব হয়নি।

আজ সকালে সাদপন্থি তাবলীগ জামাতের লোকজন 'তাবলীগ ইজতেমা' আয়োজনের প্রস্তুতি নিতে তেবাড়িয়া মারকাজ মসজিদে অবস্থান নেয়। এসময় দু'পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে একপর্যায়ে সংঘর্ষ বাধে।

এসময় দুই পক্ষের লোকজন সড়কে অবস্থান নিলে ঢাকা-রাজশাহী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে দীর্ঘ সময় যানজটে সৃষ্টি হয়। 

খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী এসে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। পরে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়। বর্তমানে পুরো এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে সদর থানা পুলিশের ওসি মো. মাহাবুর রহমান বলেন, দু'পক্ষের সংঘর্ষের খবর পেয়ে আমরা এখানে এসেছি। দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করছি। অনেক মানুষ আহত হয়েছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আরিফ হোসেন বলেন, আগামী রোববার বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে দু'পক্ষের সাথে বসা হবে। আইনশৃঙ্খলা রক্ষারী বাহিনী বর্তমানে পরিস্থিতি শান্ত করেছে। বর্তমানে যারা যেভাবে আছেন সেইভাবেই অবস্থান করবেন। বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত পুলিশ এবং সেনার সদস্য সেখানে অবস্থান করবেন। 

সাথে জেলা প্রশাসনের নিয়োজিত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট অবস্থান করবেন বলে জানান তিনি।

এএইচ