ঢাকা, সোমবার   ২৮ অক্টোবর ২০২৪,   কার্তিক ১৩ ১৪৩১

অস্ত্র-অর্থ যোগানদাতা হাসিনা গাজীকে খুঁজছে ডিবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৩ এএম, ২৮ অক্টোবর ২০২৪ সোমবার | আপডেট: ০৯:১৮ এএম, ২৮ অক্টোবর ২০২৪ সোমবার

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর স্ত্রী হাসিনা গাজীকে খুঁজছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার হেফাজতে থাকা অস্ত্র ব্যবহৃত হয়েছে ছাত্র-জনতার বিপক্ষে। এছাড়া তার বিরুদ্ধে অর্থের যোগান দেওয়ারও অভিযোগ রয়েছে।

রোববার (২৭ অক্টোবর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক এ তথ্য জানিয়েছেন।

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ঢাকার সিদ্ধেশ্বরী এলাকার বাসায় রোববার রাতে অভিযান চালানো হয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এজাহারভুক্ত আসামি গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারে ওই বাসায় গভীর রাতে তল্লাশি চালানো হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রেজাউল করিম মল্লিক বলেন, হাসিনা গাজীর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা আছে। তার কাছে একাধিক অবৈধ অস্ত্র আছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিনি অর্থের যোগান দিয়েছেন। গত জুলাই-আগস্টের আন্দোলনে তার হেফাজতে থাকা অস্ত্র ব্যবহৃত হয়েছে ছাত্র-জনতার বিপক্ষে।

তিনি আরও জানান, এসব অভিযোগে তার সিদ্ধেশ্বরীর বাসায় অভিযান চালিয়েছে ডিবি। তবে তাকে সেই বাসায় পাওয়া যায়নি। তার খোঁজে বিভিন্ন স্থানে অভিযান চলছে।

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বাসার দারোয়ান পালিয়ে যান।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৫ আগস্ট ভোরে ঢাকার বাসা থেকে গ্রেফতার হন গোলাম দস্তগীর গাজী। বর্তমানে তিনি কারাগারে আছেন। এরপর থেকে তার স্ত্রী হাসিনা গাজী আত্মগোপনে রয়েছেন । তবে তাদের দুই ছেলে বিদেশে অবস্থান করছেন বলে জানা গেছে।

এএইচ