ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

গাজীপুরে কারখানার দেয়াল ভেঙ্গে শ্রমিক নিহত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৫৪ পিএম, ২৮ অক্টোবর ২০২৪ সোমবার

গাজীপুরে গ্যাসের পাইপলাইন নেয়ার সময় দেয়াল ভেঙ্গে চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন। 

সোমবার সকালে মেম্বার বাড়ির বানিয়ারচালা এলাকার প্যারাগন ফিট কারখানায় এই ঘটনা ঘটে।

নিহত শ্রমিক সালাউদ্দিনের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশনে।

রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ রাকিবুল হাসান জানান, সকালে গাজীপুরে মেম্বার বাড়ির  বানিয়ারচালা এলাকার রিফাত এ্যালুমিনিয়াম কারখানার গ্যাসের লাইন স্থাপনের কাজ করার জন্য রাস্তার পাশে মাটি খোঁড়াখুঁড়ির সময় পাশের প্যারাগন ফিট কারখানার বাউন্ডারি ওয়াল ভেঙ্গে যায়।

এসময় মাটি খোঁড়াখুঁড়ির কাজে নিয়োজিত কয়েকজন শ্রমিক দ্রুত সরে যেতে পারলেও তিনজন শ্রমিক চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে একজনকে নিহত ও দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করেন। 

আহত দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। 

এএইচ