ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

চট্টগ্রামে জুস কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৭ এএম, ৩০ অক্টোবর ২০২৪ বুধবার

চট্টগ্রামের খুলশীতে সজিব জুস ফ্যাক্টরি নামে একটি কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

বুধবার (৩০ অক্টোবর) ভোর ৪টার দিকে ওই কারখানায় আগুন লাগে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, ৪টা ১৫ মিনিটের দিকে খুলশী থানা এলাকায় সজিব জুস ফ্যাক্টরিতে আগুনের সংবাদ পান তারা। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত পাঁচটি ইউনিট কাজ করছে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি এ কর্মকর্তা।

এএইচ