ঢাকা, বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪,   কার্তিক ১৫ ১৪৩১

ব্যাগভর্তি টাকা ছিল সাবেক মন্ত্রীর বাসায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৮ পিএম, ৩০ অক্টোবর ২০২৪ বুধবার

সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে গ্রেপ্তারের সময় রাজধানীর উত্তরা থেকে বিপুল পরিমাণ ব্যাগভর্তি নগদ টাকা ও বৈদেশিক মুদ্রা জব্দ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ।

বুধবার (৩০ অক্টোবর) ভোর ৪টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাসা থেকে নগদ ৩ কোটি ১০ লাখ ২৭ হাজার টাকা, ১ হাজার ১২০ কানাডিয়ান ডলার, ১ হাজার ১০০ ইউরো, ৫ হাজার ৩০০ থাইবাথ, ১ হাজার ৯৫৩ ইউএস ডলার, ৫০০ মেক্সিকান ডলার, ৫০ হংকং ডলার, ৩ হাজার রুপি, ৩ হাজার ১১৭ কাতার রিয়াল এবং প্রায় ৮৫ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার ও বার উদ্ধার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আজমপুরে রাইদা পরিবহনের চালক আলমগীর হোসেনকে (৩৪) হত্যার মামলায় উপাধ্যক্ষ ড. আবদুস শহীদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান রিমান্ড মঞ্জুরের আদেশ দেন।

এর আগে ড. আবদুস শহীদকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরির্দশক (এসআই) আব্দুল হালিম ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

এসএস//