ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৭ ১৪৩১

আর্জেন্টাইন তারকা এনজোর দাম্পত্য সম্পর্কে ফাটল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:২৩ পিএম, ১ নভেম্বর ২০২৪ শুক্রবার | আপডেট: ০৩:৩৮ পিএম, ১ নভেম্বর ২০২৪ শুক্রবার

আর্জেন্টাইন তারকা ফুটবলার এনজো ফার্নান্দেজ। ২০২২ কাতার বিশ্বকাপে দুর্দান্ত খেলে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। ওই আসরের সেরা তরুণ ফুটবলারও নির্বাচিত হন তিনি। এরপর তাকে রেকর্ড গড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসিতে যোগ দেন তিনি। তবে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না এই মিডফিল্ডারের । মাঠের ফুটবলের মতো নেতিবাচক প্রভাব পড়েছে এনজোর ব্যক্তি জীবনেও। দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ের পর সুখে থাকলেও হঠাৎই সেই সম্পর্কে চিড় ধরেছে।

(বৃহস্পতিবার) দুজনের সম্পর্কে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন এনজোর স্ত্রী। নিজের ইনস্টাগ্রাম একাউন্টে দেওয়া এক স্টোরিতে ভ্যালেন্টিনা লিখেছেন, ‘এনজো এবং আমি আজ থেকে পরস্পর আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমরা পরিবার হিসেবেই থাকব এবং পারস্পরিক যেকোনো কর্মকাণ্ডে নিজেদের সমর্থনও থাকবে। কারণ আমাদের দুটি সন্তান আছে, যারা আমাদের সঙ্গে সম্পৃক্ত এবং অনেক বেশি ভালোবাসা দাবিদার।’

দাম্পত্য সম্পর্কে দূরত্ব তৈরি হলেও, এনজোর প্রশংসা করে ভ্যালেন্টিনা বলছেন, ‘এনজোকে আমি যেভাবে চিনি তাতে বলতে পারি যে সে অসাধারণ একজন ব্যক্তি ও বাবা। মনের দিক থেকেও সে দুর্দান্ত। আমার জন্য এটাই যথেষ্ট। দয়া করে এর বাইরে কোনো বিতর্ক তৈরির চেষ্টা করবেন না, কারণ সেখানে এমন কিছুর অস্তিত্ব নেই।’

সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্সে আশাব্যঞ্জক কিছু করতে পারছেন না আর্জেন্টিনার এই চেলসি মিডফিল্ডার। এরই মাঝে তার দাম্পত্য জীবনের নেতিবাচক এক দিক সামনে এলো। তবে বেশ কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে বিষয়টি নিয়ে কিছুদিন ধরেই অস্বস্তিতে ছিলেন এনজো-ভ্যালেন্টিনা। 

অন্যদিকে, সম্প্রতি সড়ক নীতিমালা লঙ্ঘন করায় ড্রাইভিং নিষেধাজ্ঞাও পেয়েছেন এনজো। এ ছাড়া প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে চেলসি কোচ এনজো মারেসকা তাকে খেলাননি।

তবে মাঠ ও মাঠের বাইরে এমন বিরূপ পরিস্থিতি সত্ত্বেও সেখান থেকে ঘুরে দাঁড়ানোর আশা এই চেলসি তারকার। যার জন্য ক্লাবটির পরবর্তী ম্যাচকে নিশানায় রেখেছেন তিনি, কারাবাও কাপের এলিমিনেশন রাউন্ডে বুধবার নিউক্যাসলের মুখোমুখি হবে চেলসি। এর আগে অবশ্য রোববার মারেসকার দলটি ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলতে ওল্ড ট্রাফোর্ডে উড়াল দেবে। প্রিমিয়ার লিগে বর্তমানে চেলসির অবস্থান পাঁচে। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১৭। 

এমবি