ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

টিএসসিতে হাসিনা ও কাদেরের প্রতীকী ফাঁসি কার্যকর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:১৬ পিএম, ৪ নভেম্বর ২০২৪ সোমবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ও তার সহযোগী দলের নেতাদের প্রতীকী ফাঁসি কার্যকর করেছে ছাত্র অধিকার পরিষদ। সোমবার (৪ নভেম্বর) দুপুরে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লার উপস্থিতিতে এই প্রতীকী ফাঁসি কার্যকর করা হয়।

শেখ হাসিনার পাশাপাশি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতীকী ফাঁসি কার্যকর করা হয়।

ফাঁসি কার্যকরের আগে বিন ইয়ামিন মোল্লা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কেউ পা হারিয়েছেন, হাত হারিয়েছেন, কেউ চোখ হারিয়েছেন। ভাই তার বোন হারিয়েছেন, পিতা তার সন্তান হারিয়েছেন, মা তার ছেলেকে হারিয়েছেন। তারা কি কেউ কখনও ফিরে আসবে? তাহলে আওয়ামী লীগ কোন যুক্তিতে ফিরে আসতে পারে?

ইয়ামিন মোল্লা বলেন, আমরা এই গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে বেইমানি করব না। করতে পারি না। আওয়ামী লীগ-ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী গ্রেফতার হয়েছেন, তাদের কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে।
এসএস//