ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৯ ১৪৩১

ক্যাবরেরার ক্যাম্পে জিকো-মোরসালিনসহ আরো ১১ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০১ পিএম, ৪ নভেম্বর ২০২৪ সোমবার

চলতি মাসের ফিফা উইনডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।  মালদ্বীপের বিপক্ষে ওই দুটি  ম্যাচ হবে ১৩ ও ১৬ নভেম্বর। এরই মধ্যে ওই দুই প্রীতি ম্যাচ সামনে রেখে  ১ নভেম্বর থেকে মাঠের অনুশীলন শুরু করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ।  

তবে, বসুন্ধরা কিংস এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে ভুটান থাকায় ওই ক্লাবের ফুটবলারদের বাদ দিয়েই প্রস্তুতিতে নেমে পড়েছিলেন কোচ ক্যাবরেরা। এখন কিংস থেকে বাকি ১১ ফুটবরার ডেকেছেন কোচ।

কিংসের দুই গোলরক্ষক আনিসুর রহমান জিকো, মেহেদী হাসান শ্রাবণসহ ডাক পাওয়া খেলোয়াড়দের রিপোর্ট করতে হবে মঙ্গলবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেল্টালে। পরের দিন থেকে কোচ শুরু করবেন পুরো দল নিয়ে অনুশীলন। জাতীয় দলের অনুশীলন চলছে বসুন্ধরা কিংস অ্যারেনায়। এই ভেন্যুতেই হবে ম্যাচ দুটি।

দ্বিতীয় দফায় যাদের ক্যাম্পে ডাকা হয়েছে তারা হলেন-আনিসুর রহমান জিকো, মেহেদী হাসান শ্রাবণ, চন্দন রায়, সাদ উদ্দিন, তপু বর্মন, রাব্বি হোসেন রাহুল, মজিবুর রহমান জনি, সোহেল রানা, রাকিব হোসেন, শেখ মোরসালিন ও ফয়সাল আহমেদ ফাহিম।

মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ ম্যাচ খেলেছিল গত বছর বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে। হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচের প্রথমটিতে মালেতে বাংলাদেশ ১-১ গোলে ড্র করেছিল। ফিরতি ম্যাচে ঢাকায় বাংলাদেশ ২-১ গোলে জিতে দুই ম্যাচ মিলিয়ে ৩-২ ব্যবধানে মালদ্বীপকে হারিয়ে উঠেছিল বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে।

আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ ও মালদ্বীপ মুখোমুখি হয়েছে ১৮ বার। ফলাফলে দুই দলের অবস্থান সমানে সমান। ৬টি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ ও মালদ্বীপ এবং ৬টি ম্যাচ ড্র হয়েছে।

এমবি