ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

সাংবাদিক নেতা মোল্লা জালাল গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২২ এএম, ৫ নভেম্বর ২০২৪ মঙ্গলবার

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মোল্লা জালালকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৪ নভেম্বর) রাতে মোল্লা জালালকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর।

তিনি জানান, শাহবাগ থানার এক মামলায় মোল্লা জালালকে গ্রেফতার করা হয়েছে।

২০১৮ সালের ১৩ জুলাই ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে সভাপতি পদে মোল্লা জালাল ও মহাসচিব পদে শাবান মাহমুদ জয়লাভ করেন।

এএইচ