ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

নিষেধাজ্ঞা প্রত্যাহার, খুলল সাজেকের দুয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২০ এএম, ৫ নভেম্বর ২০২৪ মঙ্গলবার | আপডেট: ১১:১৫ এএম, ৫ নভেম্বর ২০২৪ মঙ্গলবার

খাগড়াছড়িতে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। পর্যটকরা খাগড়াছড়ির সকল পর্যটন স্থান গুলোয় ভ্রমণ করতে পারবেন । এছাড়া পর্যটকরা সাজেকও যেতে পারবেন । এরমধ্য দিয়ে এক মাস ১২ দিন পর পর্যটকদের জন্য খুলল রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল থেকেই পর্যটকরা আবার সাজেক ভ্রমণ করতে পারবেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। 

খাগড়াছড়িতে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ায় স্বস্তি ফিরেছে পর্যটনব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের। একই সঙ্গে আনন্দ দেখা দিয়েছে পাহাড় ভালোবাসা পর্যটকদের মনেও।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মঙ্গলবার (৫ নভেম্বর) থেকে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় পর্যটকরা পাহাড়ি এ জেলার সব পর্যটন স্থানের পাশাপাশি যেতে পারবেন সাজেকও। এতে করে দীর্ঘ একমাস পর এখানকার পর্যটন কেন্দ্রগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। এদিকে, পর্যটকদের জন্য বিভিন্ন ছাড়সহ নানান সুযোগ-সুবিধা ঘোষণা করেছেন পর্যটন ব্যবসায়ীরা।

পাহাড় আর প্রাকৃতিক ঝরনার অপার সৌন্দর্যের সমাহার পার্বত্য এ জেলা খাগড়াছড়িতে। দীর্ঘ একমাস পর এখানে পর্যটকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন। তাইতো পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত পর্যটনসংশ্লিষ্টরা।

খাগড়াছড়ি পর্যটন করপোরেশনের ম্যানেজার উত্তম কুমার মজুমদার বলেন, ‘আজ থেকে পর্যটক আসা শুরু হবে। পর্যটকের আনাগোনা বাড়লে আমাদের যে ক্ষতি হয়েছে, সেটা পুষিয়ে নিতে পারবো।’

জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক সহিদুজ্জামান।

তিনি বলেন, ‘পর্যটনকে কেন্দ্র করে এখানকার জীবন-জীবিকা গড়ে ওঠেছে। নিষেধাজ্ঞা তুলে দেয়ায় এ এলাকা আবারও পর্যটকদের উপস্থিতিতে সরব থাকবে।’

এমবি