ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪,   কার্তিক ২২ ১৪৩১

ক্যালিফোর্নিয়াসহ যেসব স্টেটে জয় পেলেন কমলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৫ এএম, ৬ নভেম্বর ২০২৪ বুধবার

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের পর ধীরে ধীরে ফলাফল আসতে শুরু করছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো অঙ্গরাজ্য-ভিত্তিক ফলাফল ঘোষণা করছে।

তাতে দেখা যায়, ক্যালিফোর্নিয়ায় প্রত্যাশিত জয় পেতে চলেছেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্যটি কয়েক দশক ধরে ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

ক্যালিফোর্নিয়ার জনসংখ্যা প্রায় ৪ কোটি। যুক্তরাষ্ট্রের যে অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি ইলেকটোরাল কলেজ ভোট, সেটি ক্যালিফোর্নিয়া। এ অঙ্গরাজ্যে ইলেকটোরাল ভোট ৫৪টি।

ডেমোক্র্যাট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকে এখন পর্যন্ত ইলিনয়, নিউ জার্সি, মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড, ডেলাওয়ার এবং কানেটিকাট স্টেটে জয়ী ঘোষণা করা হয়েছে। এর আগে তিনি ভারমন্ট অঙ্গরাজ্যে জয়ী হন।

তবে ক্যালিফোর্নিয়ায় জিততে চললেও এখন পর্যন্ত পাওয়া ভোটের ফলাফলে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে পিছিয়ে আছেন কমলা। তবে যত সময় যাচ্ছে ততোই তিনি ট্রাম্পের সঙ্গে ব্যবধান কমিয়ে আসছেন।

এখন পর্যন্ত ইলেকটোরাল ভোটে ট্রাম্প ২৩০, অপরদিকে কমলা হ্যারিস পেয়েছেন ২১০।

তবে বেশিরভাগ সুইং স্টেটের ফলাফল এখনও ঘোষণা হয়নি, যার ফলে পরিস্থিতি কমলা হ্যারিসের পক্ষে যেতে পারে। বিশেষ করে যদি তিনি রাস্ট বেল্টের তিনটি রাজ্য – উইসকনসিন, পেনসিলভেনিয়া ও মিশিগানে জিততে পারেন।

এদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডা, আলাবামা, মিসিসিপি, টেনেসি, সাউথ ক্যারোলাইনা, আরকানসো এবং ওকলাহোমায় জয়ী হয়েছেন। এর আগে তাকে কেন্টাকি, ইন্ডিয়ানা এবং ওয়েস্ট ভার্জিনিয়ায় জয়ী ঘোষণা করা হয়।

এএইচ