বিজয়ের পর যাকে প্রথম নিয়োগ দিলেন ট্রাম্প
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৫৫ এএম, ৮ নভেম্বর ২০২৪ শুক্রবার
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার পর হোয়াইট হাউজে প্রথম নিয়োগ দিয়েছেন সদ্য নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের দিন এক অনুষ্ঠানে ট্রাম্পকে সুসির প্রশসংসা করতে দেখা যায়।
পরবর্তীতে ট্রাম্পের অফিস স্টাফরা জানান, চিফ অফ স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সুসি হবেন এ পদের দায়িত্ব পালনকারী প্রথম নারী।
বৃহস্পতিবার (৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সাধারণত প্রতিটি প্রেসিডেন্টের প্রশাসনিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। মূলত তারা হোয়াইট হাউসের ম্যানেজার হিসেবে কাজ করেন।
এক্ষেত্রে প্রেসিডেন্টের কর্মীদের মধ্যে সমন্বয় করার দায়িত্বও পালন করেন। এর পাশাপাশি, নীতিগত বিভিন্ন বিষয়ে তারা প্রেসিডেন্টকে পরামর্শও দিয়ে থাকেন এবং নীতি উন্নয়নের নির্দেশনা ও তত্ত্বাবধানের দায়িত্বও পালন করেন।
এসএস//