ঢাকা, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪,   কার্তিক ২৯ ১৪৩১

গাজীপুরে প্রাইভেটকার-বাস সংঘর্ষ, ৩ বন্ধু নিহত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৭ পিএম, ১০ নভেম্বর ২০২৪ রবিবার

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের সুত্রাপুরে প্রাইভেট কার ও বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।

শনিবার দিবাগত রাত সাড়ে তিনটায় দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মুসলেম উদ্দিন, নাসির উদ্দিন ও জুয়েল মিয়া। তারা তিনজন ছিলেন বন্ধু।

পুলিশ জানায়, টাঙ্গাইলের সখিপুর উপজেলার আন্ধি এলাকার মোঃ মামুন কুয়েত যাওয়ার উদ্দেশ্যে সন্ধ্যায় একটি প্রাইভেট কারে করে ঢাকার উদ্দেশে রওয়ানা দেন। এসময় তার সঙ্গে তিন বন্ধু ছিলেন। মামুনকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে সখিপুরের উদ্দেশে ফেরার পথে রাত সাড়ে তিনটার দিকে কালিয়াকৈরের সুত্রাপুরে দুর্ঘটনায় পড়েন। 

সিএনজি গ্যাস সংগ্রহ করে প্রাইভেটকারটি মহাসড়কে উঠতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান মুসলেম উদ্দিন, নাসির উদ্দিন ও জুয়েল মিয়া। গুরুতর আহত চালক আজিজুল হককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নাওজোল হাইওয়ে পুলিশ ফাঁড়ি এএসআই শহিদুল ইসলাম জানান, ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারীরা পালিয়ে যায়। 

পরে মরদেহ তিনটি উদ্ধার করে নাওজোর হাইওয়ে থানায় আনা হয়। স্বজনরা আসলে তাদের আবদনের প্রেক্ষিতে সকালে বিনা ময়নাতদন্তে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এএসআই শহিদুল।

এএইচ