ঢাকা, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪,   কার্তিক ২৯ ১৪৩১

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নাব্য সংকট, ফেরি চলাচল ব্যাহত

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ১০ নভেম্বর ২০২৪ রবিবার

রাজবাড়ীর দৌলতদিয়া পাটুরিয়া-নৌরুটে প্রচন্ড নাব্য সংকট দেখা দিয়েছে। পলি পরে ভরাট হওয়ার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ৩০ মিনিটের নৌরুট পার হতে সময় লাগছে এক ঘন্টারও বেশি।

এতে ফেরিগুলোর জ্বালানি খরচও বেড়েছে। 

দৌলতদিয়া অংশের ৬ ও ৭নং ফেরিঘাটের সামনে দুটি ড্রেজার দিয়ে ড্রেজিং করা হলেও মাঝের বড় অংশের পলি এখনও অপসারন না করায় ফেরি ঘুরে ঘাটে এসে পৌঁছাতে অতিরিক্ত ৩০ মিনিট সময় বেশি লাগছে।

এতে যানবাহন চালকেরা তাদের পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস সময়ত গন্তব্যে পৌঁছাতে পারছেনা।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিসি জানায়, নদীতে ফেরি চলাচলের রুটে পলি পরে ভরাট হওয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফেরি ঘুরে এসে ঘাটে ভিড়তে সময় লাগছে দ্বিগুন। এতে জ্বালারি খরচও বেশি হচ্ছে।

এএইচ