ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

রাজধানীতে চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৪ এএম, ১১ নভেম্বর ২০২৪ সোমবার | আপডেট: ১০:৩৯ এএম, ১১ নভেম্বর ২০২৪ সোমবার

রাজধানীর কাফরুল কালভার্ট স্টিল ব্রিজের পাশে এক বাসার দ্বিতীয় তলায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় ঘটেছে। এতে নারীসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।

রোববার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- রাজিব মিয়া (২১), মোসাম্মৎ সুমি আক্তার (১৮), মোসাম্মৎ সাহানা আক্তার (২২), সুমন মিয়া (২৫) ও মোছাম্মৎ সুবর্ণা আক্তার (২২)।

পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম। তিনি জানান, গতরাতে মিরপুরের কাফরুল এলাকা থেকে রাজিব দগ্ধ ৬ শতাংশ, সুমি  দগ্ধ ২ শতাংশ, শাহানা দগ্ধ ৫ শতাংশ, সুমন দগ্ধ ৩ শতাংশ ও ও সুবর্ণা ৫ শতাংশ দগ্ধ নিয়ে আমাদের জরুরি বিভাগে আসে। 

বর্তমানে দগ্ধদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। দগ্ধের পরিমাণ কম হওয়ায় তারা সবাই আশঙ্কামুক্ত বলে জানান চিকিৎসক তরিকুল ইসলাম।

জানা যায়, কাফরুলের ওই বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন তারা। দগ্ধরা সবাই গার্মেন্টস কর্মী। গতরাতে গ্যাসের সিলিন্ডার পরিবর্তন করে সংযোগ দেওয়ার পর চুলা জ্বালাতে গিয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। 

তখন আগুন নেভাতে গিয়ে অনেকেই দগ্ধ হন। 

এএইচ