ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

মুনতাহার মৃত্যুতে এলাকায় শোক, আসামিদের স্বীকারোক্তি

সিলেট প্রতিনিধি 

প্রকাশিত : ১১:৩৬ এএম, ১১ নভেম্বর ২০২৪ সোমবার

সিলেটের কানাইঘাটের বীরদল গ্রামের শিশু মুনতাহার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এদিকে গ্রেপ্তারকৃতরা মুনতাহার খুনের ঘটনায় নিজেদের সম্পৃক্ত থাকার স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

আজ সোমবার দুপুরের দিকে হত্যা মামলায় চার আসামিকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। 

শিশু মুনতাহা খুনের ঘটনায় রাতে কানাইঘাট থানায় গ্রেপ্তারকৃত আলিফজান, শামীমা ওরপে মার্জিয়াসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদি নিহত মুনতাহার পিতা শামীম আহমদ। 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা খুনের ঘটনায় নিজেদের সম্পৃক্ত থাকার স্বীকার করেছে। জবানবন্দি গ্রহণের জন্য আজ তাদেরকে সিলেটের আদালতে তোলা হবে। 

গত ৩ নভেম্বর বীরদল গ্রামের শামীম আহমদের শিশু কন্যা মুনতাহা আক্তার জেরিনকে অপহরণের পর খুন করে লাশ বাড়ির পাশে মাটিতে পুতে রাখা হয়। রোববার ভোরে পুতে রাখা স্থান থেকে লাশ সরাতে গেলে জনতা লাশ উদ্ধার করে। 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

মারজিয়ার স্বীকারোক্তির বরাত দিয়ে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো রফিকুল ইসলাম জানান, গত ৩ নভেম্বর রাতেই মুনতাহাকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর মাটি খুঁড়ে চাপা দেওয়া হয়। মারজিয়াকে শিক্ষকতা থেকে অব্যাহতি দেওয়ায় ক্ষোভ ও তার ওপর চুরির অপবাদ দেওয়ার ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। 

এএইচ