ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৯ ১৪৩১

বেগম মুজিবের চরিত্রে অভিনয়: তিশার বিষয়ে যা বললেন ফারুকী 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৩৫ পিএম, ১১ নভেম্বর ২০২৪ সোমবার

গত বছর মুক্তিপ্রাপ্ত ‘মুজিব’ চলচ্চিত্রে শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিব ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা যিনি ফারুকীর স্ত্রী।

এ ব্যাপারে তিনি আত্মগ্লানিতে ভুগছেন কি না, সাংবাদিকদের এই প্রশ্নটি এড়িয়ে নবনিযুক্ত সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, আমি উস্কানিমূলক কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না। নরমাল প্রশ্ন থাকলে, যে প্রশ্নই আপনি জানতে চান।

সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পর সোমবার (১১ নভেম্বর) প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হন মোস্তফা সরয়ার ফারুকী। এ সময় তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনাসহ সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন। তবে কিছু প্রশ্নের ব্যাপারে তাকে বেশ কৌশলী উত্তর দিতে দেখা যায়।

এর আগে গতকাল রোববার (১০ নভেম্বর) বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও নাট্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

এসএস//