ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

আন্দোলনকারীদের ‘রাজাকার’ বলা সেই জাবি অধ্যাপক সাময়িক বহিষ্কার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৮ পিএম, ১১ নভেম্বর ২০২৪ সোমবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ফরিদ আহমদকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার বিরুদ্ধে ১৫ জুলাই শিক্ষার্থীদের উপর বর্বর হামলার মদদের অভিযোগ রয়েছে। 

এছাড়া বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথন ফাঁস হলে দেখা যায়, ফরিদ আহমদ শিক্ষার্থীদের রাজাকার বলে অভিহিত করেন।

গতকাল রোববার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসানের নেতৃত্বে এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেন ডেপুটি রেজিস্ট্রার আজিজুর রহমান মুকুল।

এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৫ জুলাই ছাত্রলীগের সন্ত্রাসী হামলা ও ১৭ জুলাই পুলিশি হামলার মদদ দেওয়ার অভিযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ফরিদ আহমদের বিরুদ্ধে। 

গত ১৭ জুলাই বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথন ফাঁস হলে দেখা যায়, ফরিদ আহমদ শিক্ষার্থীদের রাজাকার বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘আরেকটু অপেক্ষা করুন রাজাকারদের পরাজয় আসন্ন।’

পরবর্তীতে ৩ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘পুলিশি হামলার মদদ’ দেওয়ার অভিযোগে অধ্যাপক ফরিদ আহমদকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে আটক করে একদল শিক্ষার্থী। পরে কোতোয়ালি থানার পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

এসএস//