ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

আইসিসি র‍্যাঙ্কিংয়ে দুঃসংবাদ পেল বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:১৬ পিএম, ১২ নভেম্বর ২০২৪ মঙ্গলবার

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পাশাপাশি দীর্ঘদিন পর ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দুঃসংবাদ পেলো বাংলাদেশ ক্রিকেট দল। পুরুষদের ওয়ানডে র‍্যাঙ্কে ৮ থেকে ৯ নম্বরে নেমে গেল নাজমুল হোসেন শান্তরা। অন্যদিকে বাংলাদেশকে টপকে আট নম্বরে উঠে এসেছে আফগানরা। 

সোমবার আফগানিস্তানের কাছে সিরিজ হারের পর আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এলো বদল।

দুই দলের সমান ৮৫ পয়েন্ট থাকলেও ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে বাংলাদেশকে পটপকে আটে উঠে গেল আফগানরা। এই সিরিজ শুরুর আগে ৮৬ পয়েন্ট ছিল বাংলাদেশের, আফগানদের ছিল ৮৫। ২-১ ব্যবধানে সিরিজ জিতে সেই ব্যবধান ঘুচিয়ে ফেলেছে আফগানিস্তান।

বাংলাদেশ দলের প্রিয় ফরম্যাট বলা হয় ওয়ানডে ক্রিকেটকে। টেস্ট ও টি-টোয়েন্টির তুলনায় এই ফরম্যাটে যেমন টাইগারদের জয় বেশি তেমনি ৫০ ওভারের ফরম্যাটে ধারাবাহিকতাও ভালো। তবে সেটার ছাপ দেখা গেল না সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজে। 

র‍্যাঙ্কিংয়ের অবনতিও তাই অনুমিত।  

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছে ভারত। এরপর একে একে আছে অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান, বাংলাদেশ। 

বাংলাদেশের নিচে অবস্থান করছে টেস্ট খেলুড়ে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড। টেস্ট খেলুড়ে আরেক দেশ জিম্বাবুয়ে স্কটল্যান্ড থেকে পিছিয়ে ১৩ নম্বরে।

এএইচ