ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ, উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা করার দাবি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:১৩ পিএম, ১৩ নভেম্বর ২০২৪ বুধবার
অন্তর্বর্তী সরকারে উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা করার দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছে বিক্ষোভ করেছেন রংপুরের সাধারণ ছাত্র-জনতা।
বুধবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লালবাগের সামনে জড়ো হন। সেখান থেকে তারা মিছিল নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হয়ে মডার্ন মোড়ে যায়। বেলা ২টার দিকে বিক্ষোভকারীরা সেখান থেকে সরে যায়।
এর আগে মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে উত্তরাঞ্চলের উপদেষ্টা নিয়োগসহ আঞ্চলিক বৈষম্য নিরসনের ৩ দফা দাবি জানানো হয়।
এসব দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রংপুরে বিক্ষোভ ও সমাবেশ করেছে করেন তারা।
দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। পরিপ্রেক্ষিতে এদিন উত্তরাঞ্চল ব্লকেড কর্মসূচি হিসেবে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এসময় মহাসড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পরে দুর্ভোগ সৃষ্টি হয়।
বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। মুহূর্তেই শিক্ষার্থীদের আন্দোলন গণআন্দোলনে রূপ নেয়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসকে প্রধান করে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার।
সর্বশেষ ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারে যুক্ত হন নতুন তিন উপদেষ্টা। তবে উপদেষ্টা পরিষদের আকার বাড়লেও স্থান পায়নি আবু সাঈদের রংপুর অঞ্চলের কেউই। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। এমনকি ক্ষোভ জানিয়ে পোস্ট দেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। এ নিয়ে গত সোম ও মঙ্গলবার রংপুরে বিক্ষোভ সমাবেশ হয়।
এসএস//