নিরাপত্তা নিশ্চিতের দাবিতে জাবিতে মশাল মিছিল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:১৮ পিএম, ১৩ নভেম্বর ২০২৪ বুধবার | আপডেট: ১০:২৩ পিএম, ১৩ নভেম্বর ২০২৪ বুধবার
জাতীয় ও ক্যাম্পাস ভিত্তিক সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবি মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার(১৩ নভেম্বর) সন্ধ্যা সাতটায়‘গণঅভ্যুথান রক্ষা আন্দোলনের’ ব্যানারে মিছিলটি অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলায় এসে মিছিলটি শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী শোয়াইব হাসানের সঞ্চালনায় বক্তারা বক্তব্য রাখেন। এসময় বক্তারা দেশের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পরায় উদ্বেগ প্রকাশ করেন। সেই সাথে দেশের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলোতে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
এসময় সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় খুন ও হত্যাকাণ্ডের ঘটনা বৃদ্ধি পেয়েছে। দেশের ‘ল এন্ড অর্ডার’ ভেঙ্গে পরেছে। কিন্তু দেশের নিরাপত্তা ব্যবস্থা ঠিক করার জন্য আমরা কোনো কার্যকরী পদক্ষেপ দেখতে পাচ্ছি না। আমরা দেশের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের জোর দাবি জানাচ্ছি।
একই বিভাগের শিক্ষার্থীর আনজুম শাহরিয়ার বলেন, আমরা আশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের প্রতিটি স্থানে শান্তি ও নিরাপত্তা ফিরে আসবে। কিন্তু আমরা আশাহত হয়েছি। দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পরেছে। পুলিশ ঠিক মতো কাজ করছে না। আমরা অতিদ্রুত এ অবস্থা থেকে পরিত্রাণ চাই।
সমাপনী বক্তব্যে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আবদু রশিদ জিতু বলেন, দীর্ঘ একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটিয়েছিলাম। কিন্তু আমরা দেখেছি দেশের প্রতিটি স্থানে নিরাপত্তা যেভাবে ভেঙে পড়েছে তাতে আমরা শঙ্কিত। দেশের বিভিন্ন স্থানে খুন , চাঁদাবাজি ও ক্যাম্পাস গুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। ক্যাম্পাসে নারীরা নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে। ক্যাম্পাস থেকে এখনো মাদকের সিন্ডিকেট যায়নি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি।
এসএস//