ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথ হলেন ট্রাম্পের প্রতিরক্ষা মন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৭ পিএম, ১৪ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা মন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথকে।

হেগসেথের সরকারি ওয়েবসাইট জানিয়েছে, ডোনাল্ড  ট্রাম্প অনেকটা আকস্মিকভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক সদর দপ্তর পেন্টাগনের দায়িত্বে তাকে নিয়োগ দিয়েছেন।

স্থানীয় সময় গতকাল বুধবার এই ঘোষণা দিয়েছেন ট্রাম্প। 

হেগসেথ আর্মি ন্যাশনাল গার্ডের সাবেক বর্ষীয়ান মেজর ছিলেন। তিনি ইরাক, আফগানিস্তান ও কিউবার কুখ্যাত গুয়ানতানামো বে’র কারাগারের দায়িত্বে ছিলেন।

প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রশংসা করে তাকে প্রতিরক্ষা মন্ত্রী পদে নিয়োগ দেন। ওয়াশিংটন থেকে এএফপি এই খবর জানিয়েছে।

ডোনাল্ড  ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, হেগসেথ খুবই শক্তিশালী, সুদর্শন এবং ‘আমেরিকাই  প্রথম’  নীতিতে বিশ্বাসী। তার নেতৃত্বে মার্কিন সামরিক বাহিনী আরও দক্ষ, চৌকস এবং দুর্দান্ত হবে। যুক্তরাষ্ট্র কখনোই পিছিয়ে পড়বে না ।

মাত্র ৪৪ বছর বয়সে হেগসেথ ন্যাশনাল গার্ডের পদাতিক ডিভিশনের কর্মকর্তা ছিলেন। তিনি বলেন, তাকে সেনাবাহিনী আর চায় না। যুক্তরাষ্ট্র তাকে চরমপন্থী হিসেবে তালিকাভূক্ত করায় তিনি ২০২১ সালে সেনাবাহিনীর চাকরি থেকে ইস্তফা দেন।

পিট হেগসেথ বেশ কিছু বইও লিখেছেন। তার রচিত সর্বাধিক প্রচারিত বই ‘দ্য ওয়ার অন ওয়ারিয়র্স বিহাইন্ড দ্য বিট্রেয়াল অব দ্য মে হু কিপ আস ফ্রি’তে লিখেছেন, অনুভূতিটা পারস্পরিক ছিল, আমিও আর এই সেনাবাহিনীকে চাইনি। 

এদিকে নৌবাহিনীর অবসর প্রাপ্ত কর্নেল এবং কৌশলগত ও আন্তর্জাতিক শিক্ষা সেন্টারের সিনিয়র উপদেষ্টা মার্ক ক্যানসিয়ান বলেছেন, হেগসেথের গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ পাওয়া ছিল অনেকটা অপ্রত্যাশিত।

গত জুনে ট্রাম্প ফক্স নিউজকে বলেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি সেনাবাহিনীর যেসব জেনারেল জাতিগত এবং সামাজিক ন্যায়বিচারের প্রতি বিশ্বাসী নয়, তাদেরকে বরখাস্ত করবেন।

পিট হেগসেথ স্ত্রী ও সাত সন্তানকে নিয়ে বর্তমানে টেনেসি রাজ্যে বসবাস করছেন।

এএইচ