আজ জাবিতে যাচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ, শিল্পী সেজান ও হান্নান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
‘দেশ সংস্কারে অংশ নাও, বিপ্লবী বই বুঝে পাও’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষের (৫৩তম ব্যাচ) শিক্ষার্থীদের নিয়ে "নবীন চোখে গণঅভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ" নামক আলোচনা সভা ও বিপ্লবী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করতে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
সোমবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ, স্যোশাল এক্টিভিস্ট সাইয়েদ আবদুল্লাহ, উপস্থাপক ও আইনজীবী মানজুর আল মতিন এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য ফয়সাল মাহমুদ শান্ত।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক বিপ্লবী বই বিতরণ করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক তৌহিদ মুহাম্মদ সিয়াম।
তিনি জানান, গণঅভ্যুত্থান পরবর্তী যে সরকার সেই সরকারের বৈধতা হচ্ছে শিক্ষার্থীরা। তাই শিক্ষার্থীরা যেনো নিজেদেরকে এই সরকারের অংশ মনে করে সেই লক্ষ্য থেকেই এই আয়োজন করা। এই আয়োজনের মাধ্যমে সরকারের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নবীন শিক্ষার্থীদের সংযোগ করে দিতে চায়। রাষ্ট্র সংস্কারে তাদের প্রস্তাবনাও জরুরি। গুগল ফরমের মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তাবনা সমূহ সংগ্রহ করা হবে এবং সেগুলো সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে। অনুষ্ঠানে সরকারের একজন উপদেষ্টাও সরাসরি উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা লাকি, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোঃ লুৎফুল এলাহী এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দীন রুনু।
বিপ্লবী সাংস্কৃতিক সন্ধ্যায় গান পরিবেশন করবেন আন্দোলনের সময় কারাবরণকারী সঙ্গীত শিল্পী 'কথা ক' গানের শিল্পী সেজান ও 'আওয়াজ উডা' গানের শিল্পী র্যাপার হান্নান।
এসএস//