ঢাকা, মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৫ ১৪৩১

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে যাচাই কমিটি গঠন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৫৭ পিএম, ১৯ নভেম্বর ২০২৪ মঙ্গলবার

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার সম্ভাবনা যাচাই করতে এক সপ্তাহের মধ্যে পাঁচ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করবে শিক্ষা মন্ত্রণালয়। কলেজটির বিশ্ববিদ্যালয়ে পরিণত হওয়া নিয়ে সবধরনের তথ্য ও তত্ত্ব যাচাই-বাছাই করবে তারা। এ নিয়ে দ্রুত প্রতিবেদন জমা দেবে। এরপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ড. আমিনুল ইসলাম জানান, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচিত হচ্ছে। আমরা চাই যে, কমিটি যথাযথভাবে গবেষণা ও পর্যালোচনা করে দ্রুত প্রতিবেদন জমা দিক, যাতে দ্রুত সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়।

শিক্ষার্থীদের দাবির মতে, ঢাকা উত্তর অঞ্চলে কোনো বিশ্ববিদ্যালয় না থাকায় এই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষা গ্রহণে সুনির্দিষ্ট সুযোগের অভাব রয়েছে। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করলে এই অভাব পূরণ হতে পারে এবং দেশের উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুবিধা বৃদ্ধি পাবে।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ডক্টর আমিনুল ইসলাম জানান, আগামী এক সপ্তাহের মধ্যে কমিটি তাদের পর্যবেক্ষণ শেষ করবে এবং একটি বিস্তারিত প্রতিবেদন পেশ করবে।

এসএস//