আয়নাঘর সম্পৃক্ততার বিষয়ে যা বললেন জিয়াউল আহসান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:২৮ পিএম, ২০ নভেম্বর ২০২৪ বুধবার | আপডেট: ০৪:২৩ পিএম, ২০ নভেম্বর ২০২৪ বুধবার
সাবেক মেজর জেনারেল ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান বলেছেন, ‘আয়নাঘর নামে পরিচিতি পাওয়া কোনো গোপন বন্দিশালার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা ছিল না। আমি আয়নাঘরের চাকরি করিনি।’
জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আজ বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে জিয়াউল হাসানসহ ৮ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে নেওয়া হয়।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে তাদের বিষয়ে শুনানি হয়।
অভিযুক্তদের আদালতে বক্তব্য রাখার বিধান না থাকলেও সাবেক এই সেনাসদস্যকে আত্মপক্ষ সমর্থনের অনুমতি দেন ট্রাইব্যুনাল। তখন জিয়াউল আহসান জানান, এনটিএমসিতে তিনি প্রযুক্তিগত কাজ দেখভালের দায়িত্বে ছিলেন।
তিনি বলেন, ‘আয়নাঘর নামে পরিচিতি পাওয়া কোনো গোপন বন্দিশালার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা ছিল না। আমি আয়নাঘরের চাকরি করিনি।’
জিয়াউলের আইনজীবী ও বোন নাজনীন নাহার আত্মপক্ষ সমর্থনে বলেন, ‘এনটিএমসি কখনও কাউকে অনুসরণ করেনি।’
এর আগে একসময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা জিয়াউলের বিরুদ্ধে আনীত অভিযোগ অভিযোগ পড়ে শোনান প্রসিকিউশন। পরে ট্রাইব্যুনাল এক মাসের মধ্যে তার বিরুদ্ধে আনা তদন্ত শেষ করতে প্রসিকিউশনকে নির্দেশ দেন।
এএইচ