ঢাকা, বুধবার   ২০ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৬ ১৪৩১

মায়ামি ছেড়ে যে ক্লাবে যাচ্ছেন মেসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:২৮ পিএম, ২০ নভেম্বর ২০২৪ বুধবার

ইন্টার মায়ামির সঙ্গে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে মেসির। খবর রটেছে, ইন্টার মায়ামি ছেড়ে দিচ্ছেন লিওনেল মেসি! এমন খবরে ভাসছে ফুটবল দুনিয়া। ঘটনার সত্যত্যা নিয়ে যদিও অনেকে সন্দেহ প্রকাশ করেছেন, তবুও বেশ কয়েকটি সংবাদমাধ্যম মেসির ক্লাব ছাড়ার পক্ষে ঈঙ্গিত দিচ্ছে।

নিজ দেশের একটি সংবাদমাধ্যমে মেসি জানিয়েছেন, চুক্তি বাড়ানোর বিষয়ে এখনও মায়ামির সঙ্গে তিনি কথা বলেননি। এছাড়া মেসি মায়ামি ছেড়ে আর্জেন্টিনায় ফিরতে পারেন বলেও জানিয়েছে পত্রিকাটি।

এ বিষয়ে মিয়ামির কোচ টাটা মার্টিনো বলেন, আমি জানি না মেসি কত দিন থাকবে। মেসি মায়ামিতে আসার পর এই দলের চেহারা বদলে গেছে। গতবার আমরা ট্রফি জিতেছি। যে দল মেজর লিগ সকারে সবার শেষে থাকত, সেই দল প্লে-অফ খেলেছে। আগামী মৌসুমেও এই ফর্ম ধরে রাখতে চাইব। তার জন্য মেসিকে প্রয়োজন। তবে সে নিজের ভবিষ্যতের সিদ্ধান্ত নিজেই নেবে।

আর্জেন্টিনার ওই সংবাদমাধ্যমটি আরও জানান, আর্জেন্টিনার ক্লাব নিউওয়েল ওল্ড বয়েজে নিজের ফুটবল জীবন শুরু করেছিলেন মেসি। সেখানেই প্রথম নজরে পড়েন তিনি। তারপর সেখান থেকে চলে যান লা মাসিয়া একাডেমিতে। ক্যারিয়ারের একেবারে শেষে আবার নিজের ছোটবেলার ক্লাব নিউওয়েলে ফিরতে পারেন মেসি।

তবে ক্লাব বদলের বিষয়ে মেসি এখনও সরাসরি কিছূ বলেননি। বরং উল্টো মিয়ামির ভবিষ্যত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মেসি লিখেছেন, এমন একটি মৌসুমে আমরা ক্লাব হিসেবে আরও বড় হয়েছি, সেটি শেষ হলো। আমাদের কিছু লক্ষ্য পূরণ হয়েছে, তবে আমরা আরও চাই। যারা আমাদের পাশে ছিলেন এবং সমর্থন দিয়েছেন, সবাইকে ধন্যবাদ। আমরা এখন পরের বছর আরও শক্তিশালী হয়ে ফিরে আসার প্রস্তুতি নেব।

এদিকে মেসির যুক্তরাষ্ট্র ছাড়া নিয়ে জল্পনা শুরু হলেও তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, ২০২৬ সালে যুক্তরাষ্ট্রেই হবে ফুটবল বিশ্বকাপ। তার আগে সে দেশে ফুটবলকে জনপ্রিয় করার জন্যই মেসিকে নিয়ে যাওয়া হয়েছিল বলে অনেকের মত। মেসি মায়ামিতে যোগ দেয়ার পরে সেই ক্লাবকে ট্রফি দিয়েছেন। পাশাপাশি মেজর সকার লিগের দর্শকের সংখ্যাও বেড়েছে। বিভিন্ন ক্লাবের সঙ্গে যুক্ত স্পন্সরদেরও লাভ বেড়েছে। এই পরিস্থিতিতে বিশ্বকাপের আগে মেসি যুক্তরাষ্ট্র ছাড়লে সে দেশের ফুটবলের ক্ষতি হবে। তাই মায়ামির সঙ্গে তার চুক্তি আরও বাড়ানো হতে পারে বলেও অনেক ফুটবল বোদ্ধাদের ধারণা।

উল্লেখ্য, ইন্টার মায়ামির হয়ে এ মৌসুমে ২৫ ম্যাচে ২৩ গোল করেছেন মেসি। করিয়েছেন ১৩ গোল। ইনজুরির কারণে ২০ ম্যাচ মিস না করলে গোলসংখ্যা নিশ্চিতভাবেই বাড়ত।

এসএস//