নির্বাচন কমিশন গঠন, নতুন সিইসি নাসির উদ্দীন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৫১ পিএম, ২১ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার | আপডেট: ০৩:৫১ পিএম, ২১ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার
নির্বাচন কমিশন (ইসি) গঠন করেছে সরকার। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীন।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এছাড়া নির্বাচন কমিশনার পদে চারজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্মসচিব বেগম তহমিদা আহমদ ও সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ।
২০০৯ সালের জানুয়ারিতে অবসরে যাওয়া এ এম এম নাসির উদ্দীন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন।
এএইচ