ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

এস আলম নিয়ন্ত্রিত ব্যাংকের চাকরিচ্যুতদের সড়ক অবরোধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১১ পিএম, ২৪ নভেম্বর ২০২৪ রবিবার

চট্রগ্রামে এস আলম নিয়ন্ত্রিত ইসলামি ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা মহসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এতে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

রোবাবর (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে কর্ণফুলী উপজেলার আখতারুজ্জামান মইজ্জারটেক এলাকায় মহাসড়ক অবরোধ করে তারা এ বিক্ষোভ করে।

জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে সড়কে অবস্থান নেন ইসলামী ব্যাংকসহ ৩টি ব্যাংকের কর্মীরা। এতে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া যানবাহন কক্সবাজারে যেতে পারছে না, তেমনি কক্সবাজার থেকে ছেড়ে আসা গাড়িও চট্টগ্রাম নগরে প্রবেশ করতে পারছে না। 

এতে সংকটে পড়েছে অভ্যন্তরীণ রুটের যানবাহনও।

অবরোধকারীরা ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘মরতে হলে মরব, চাকরি নিয়ে ফিরব’- এমন বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। 

কর্ণফুলি থানার ওসি মনির হোসেন জানান, বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা চলছে। 

প্রসঙ্গত, এস আলম গ্রুপ নিয়ন্ত্রিত বিভিন্ন ব্যাংক থেকে সম্প্রতি ৩ হাজার কর্মকর্তা-কর্মচারীকে অপসারণ করা হয়।

এর আগে গত ৫ নভেম্বর চাকরিচ্যুত শতাধিক ব্যাংক কর্মী চাকরি ফেরতের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছিলেন। সেই মানববন্ধন থেকে দাবি আদায়ে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তারা।

আন্দোলনকারীরা অভিযোগ করেছিলেন, নিয়ম মেনে চাকরিতে প্রবেশ করলেও তাদের চাকরিচ্যুত করার ক্ষেত্রে কোনো নিয়ম মানেনি ব্যাংক কর্তৃপক্ষ। কোনো ধরনের নিয়মনীতি তোয়াক্কা না করে বিনা নোটিশে চাকরিচ্যুত করা হয়েছে।

এএইচ