ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০৪:১৯ পিএম, ২৪ নভেম্বর ২০২৪ রবিবার

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুল ক্যাম্পাস স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। 

রোববার দুপুরে শহরের আইডিয়াল রেন্সিডেনশিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা সাত দফা দাবিতে বিদ্যালয়ের সড়কের অবস্থান নিয়ে বিক্ষোভ করে। 

এতে পুরাতন কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কের কয়েক ঘন্টাব্যাপী দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। 

খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দিতে অনুরোধ করে। পরে শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তাদের বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যায়। 

এ সময় বক্তব্য রাখেন কাজি মোঃ শারাফ হোসেন, আল বিন নিহান, চৈতি। তারা বলেন, প্রায় বিশ বছর ধরে পাইকপাড়া এলাকায় তাদের স্কুল ক্যাম্পাস চালু আছে। সম্প্রতি বিদ্যালয় ভবন বিক্রি করে দেওয়ায় ম্যানেজিং কমিটির সদস্যরা বিদ্যালয়ের ক্যাম্পাস শহরের কলেজপাড়ায় স্থানান্তের ঘোষণা দেন। ৩১ ডিসেম্বরের মধ্যে পুরাতন ক্যাম্পাস ছেড়ে দিতে হবে। 

এতে ক্ষুদ্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে প্রতিবাদ করে। বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস নিমার্ণ না করে বিদ্যালয় ভবন স্থানান্তর করা যাবে না বলে জানান তারা।

এএইচ