শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের অ্যাকশনে না যাওয়ার কারণ জানালেন আসিফ মাহমুদ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৫৬ পিএম, ২৫ নভেম্বর ২০২৪ সোমবার | আপডেট: ০৪:৫৭ পিএম, ২৫ নভেম্বর ২০২৪ সোমবার
যাত্রাবাড়ীতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের হামলা-সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে গেলে আরও রক্তপাত হতো বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (২৫ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, শত চেষ্টা ও বসে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান জানানোর পরও শিক্ষার্থীদের সংঘর্ষে জড়ানো থেকে আটকানো গেল না। শিক্ষার্থীদের অ্যাগ্রেসিভনেস ও প্রস্তুতি দেখে আইনশৃঙ্খলা বাহিনীও স্ট্রিক্ট অ্যাকশনে যায়নি। কোনো প্রকার অ্যাকশনে গেলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ছাত্রদের মধ্যে সংঘর্ষ ও রক্তপাত হতো।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আরও বলেন, সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। একত্রে দেশ গড়ার সময়ে সংঘর্ষের মতো নিন্দনীয় কাজে জড়ানো দুঃখজনক। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এসএস//