ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে আদালত বর্জনের ডাক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৬ পিএম, ২৬ নভেম্বর ২০২৪ মঙ্গলবার

চট্টগ্রামে চিম্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিকে ঘিরে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের প্রতিবাদে বুধবার (২৭ নভেম্বর) আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক এ ঘোষণা দেন। 

তিনি বলেন, আমাদের একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় মহানগর দায়রা জজ, জেলা দায়রা জজ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সব আদালতের কার্যক্রম আমরা সাসপেন্ড ঘোষণা করছি।

সাংবাদিকদের তিনি বলেন, আমাদের একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় মহানগর দায়রা জজ, জেলা দায়রা জজ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সব আদালতের কার্যক্রম আমরা সাসপেন্ড ঘোষণা করছি।

আইনজীবী সমিতির পক্ষ থেকে আলিফ হত্যাকাণ্ডে আইনি পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে সমিতির নেতারা বলেন, নিহত আইনজীবীর পরিবারের সাথে আলাপ করে ভিডিও ফুটেজ দেখে যারা এই হত্যাকাণ্ডে ছিল তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।

এসএস//