ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৬ ১৪৩১

আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় টাইগ্রেসদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৩৯ পিএম, ৩০ নভেম্বর ২০২৪ শনিবার

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে আগেই কাজ সহজ করে রেখেছিল ফারজানা-জ্যোতিরা। আয়ারল্যান্ডের বিপক্ষে  দ্বিতীয় ম্যাচেও সেই জয়ের ধারা ধরে রাখরো বাংলাদেশের মেয়েরা। এই ম্যাচে সফরকারিদের ৫ উইকেটে হারিয়েছে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। এখন তাদের লক্ষ্য শেষ ওয়ানডেতেও জয় তুলে নিয়ে আয়ারল্যান্ডের মেয়েদের হোয়াইটওয়াশের লজ্জা দেয়া। সেই সঙ্গে সরাসরি ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করা। 

শনিবার (৩০ নভেম্বর) আগে ব্যাট করে বাংলাদেশকে ১৯৪ রানের লক্ষ্য দিয়েছিল আয়ারল্যান্ড। জবাব দিতে নেমে ৫ উইকেট এবং ৩৭ বল হাতে থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। দলীয় ১৭ রানেই সাজঘরে ফেরেন ওপেনার মুর্শিদা খাতুন। ১৪ বলে ৬ রান করেন তিনি।

তৃতীয় উইকেটে শারমিন আক্তারকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন আরেক ওপেনার ফারজানা হক। দুজনের ব্যাটে ভর করে শুরু ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে টাইগ্রেসরা। তবে ফিফটি তুলতে পারেননি শারমিন।

৬৩ বলে ৪৩ রান করে আউট হন তিনি। কিন্তু অপর প্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন ফারজানা। তবে এরপর আর পিচে থাকতে পারেননি তিনি। ৮৯ বলে ৫০ রান করে ক্যাচ আউট হন এই টাইগ্রেস ওপেনার।

এরপর সোবহানা মোস্তারিকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। মোস্তারি ১৬ রান করে আউট হলে ৪০ রান করে তাকে সঙ্গ দেন জ্যোতি।

শেষ পর্যন্ত স্বর্ণা আক্তারের অপরাজিত ২৯ রানে ভর করে ৫ উইকেট এবং ৩৭ বল হাতে থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ। এতে এক ম্যাচ আগে সিরিজ নিশ্চিত করল টাইগ্রেসরা।

এরআগে,  টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি আইরিশদের। ইনিংসের চতুর্থ ওভারে ওপেনার সারা ফোর্বসকে প্যাভিলিয়নের পথ দেখান নাহিদা আক্তার। আরেক ওপেনার গ্যাবি লুইসও টাইগ্রেস বোলারদের সামনে সুবিধা করতে পারেননি। ৩৫ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় আইরিশরা। অ্যামি এবং অরলা প্রেন্ডারগাস্ট মিলে ৯১ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ৩৭ রানে অরলা রানআউটের শিকার হলে ভাঙে জুটি।

এরপর চতুর্থ উইকেটে লরা ডেলানি ছাড়া আর কেউই অ্যামিকে সঙ্গে দিতে পারেননি। ডেলানির ব্যাট থেকে আসে ৩৩ রান। তিনিও ব্যক্তিগত ৩৭ রানে রানআউটের শিকার হন। কিন্তু অপর প্রান্ত আগলে রেখে ব্যাটিং করে যান অ্যামি। সাজঘরে ফেরার আগে ৮৮ বলে ৮ চারের সাহায্যে ৬৮ রান করেন তিনি। তাকে এলবির ফাঁদে ফেলেন স্বর্ণা আক্তার। 

বাংলাদেশের হয়ে ৩২ রানে ২ উইকেট পেয়েছেন সুলতানা। তাছাড়া একটি করে উইকেট পেয়েছেন নাহিদা ও স্বর্ণা আক্তার।

এমবি