এবার বাংলাদেশিদের চিকিৎসা বন্ধ করলো ত্রিপুরার হাসপাতাল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৫১ পিএম, ১ ডিসেম্বর ২০২৪ রবিবার
হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের অভিযোগ ভারতের বিভিন্ন মহলের। এমন অভিযোগে প্রতিবেশী দেশটির পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার এক হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দেয়। এবার সেই তালিকায় নাম লিখিয়েছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার আইএলএস হাসপাতাল।
শনিবার (৩০ নভেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
গণমাধ্যমটি জানিয়েছে, ত্রিপুরার আগরতলায় অবস্থিত আইএলএস হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এর পাশাপাশি, ওই হাসপাতালে বাংলাদেশি রোগীদের জন্য হেল্প ডেস্কও বন্ধ করা হয়েছে।
আইএলএস হাসপাতালের চিফ অপারেটিং অফিসার ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে জানিয়েছেন, বাংলাদেশিদের চিকিৎসা করানো বন্ধ করা নিয়ে স্থানীয়রা যে দাবি তুলেছেন তার সঙ্গে আমরা একমত। আখাউড়া চেকপোস্টে ও আইএলএস হাসপাতালে তাদের জন্য যে হেল্প ডেস্ক ছিল সেটিও বন্ধ করা হয়েছে।
এর আগে, ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার জেএন রায় হাসপাতাল বাংলাদেশের কোনো রোগীকে চিকিৎসাসেবা না দেওয়ার ঘোষণা দিয়েছিল।
এদিকে ভারতীয় রাজ্যসভার সংসদ সদস্য শমীক ভট্টাচার্য হাসপাতালগুলোর সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে বলেন, গোটা ভারতের উচিত বাংলাদেশকে সব রকম পরিষেবা থেকে বঞ্চিত করে দেওয়া।
এর আগে, ভারতের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. ইন্দ্রনীল সাহা বাংলাদেশি রোগী দেখা বন্ধ করার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, দেশ সবার আগে, রোজগার পরে এবং আশা করেন যে অন্যান্য চিকিৎসকও একই পদক্ষেপ নেবেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যাওয়ার পর থেকেই টানাপোড়েন চলছে বাংলাদেশ ও ভারতের মধ্যে।
এমবি